|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের রেজিনগর থানার নতুন ওসি আসায় মুনলাইট এডুকেশন, হেল্থ এন্ড সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে রেজিনগর থানার নতুন ভারপ্রাপ্ত অধিকারী মো: খুরশিদ আলম কে সংবর্ধনা জানালো। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে সাজ্জাদ হোসেন (চেয়ারম্যান),লালচাঁদ সেখ (সম্পাদক), জীবন মণ্ডল (সহ-সম্পাদক), বশির আহমেদ (ক্যাশিয়ার), সহ উপস্থিত ছিলেন বেলডাঙার বিশিষ্ট আলমগীর সেখ সহ অনেকেই।এক পর্বে ওসি খুরশেদ আলম কে ফুল ও ট্রফি দিয়ে বরন করে নেয় স্বেচ্ছাসেবকরা। তার পর সবাই একত্রিত হয়ে সমাজ এর কিছু উল্লেখযোগ্য বিশেষ আলোচনা ও করেন তারা। ওসি মোঃ খুরশিদ আলম এই সংগঠনের সম্মানার্থে পেয়ে তিনি বিশেষভাবে আপ্লুত পোষণ করেন এবং আগামী দিনে তিনি সর্বত্র পাশে থাকার আশ্বাস দেন। সংগঠনের পক্ষ, সদস্যরা জানান ওনার মত মানুষকে পেয়ে আমরা গর্বিত এবং আগামী দিনে আরো পথ চলা প্রশস্ত হবে বলে মনে করছে।।।