শাহরুখের আর্থিক সহযোগিতায় ঘরে ফিরলো বাংলার ৮০ জন পরিযায়ী শ্রমিক

ইলিয়াস মল্লিক, নতুন গতি : সারাবিশ্বে মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দৈনন্দিন জীবনযাপন সবথেকে বেশি এর শিকার হয়েছে নিম্নবিত্ত সাধারণ মানুষ অনেকে কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে তারা পরিস্থিতির শিকার হয়ে রাজ্যে ফিরতে পারছে না। সেখানে তারা অনেকেরই কাছে সাহায্যের জন্য বলছে কিন্তু কোন ফল মেলেনি এমতাবস্থায় অনেকেই যোগাযোগ করেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিশিষ্ট সমাজকর্মী শেখ শাহরুখ হোসেনের সঙ্গে ও তার কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেন।
এই আবেদনের সাড়া দিয়ে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের করুণ অবস্থায় তাদের পাশে দাঁড়ালেন এই সমাজসেবী সেখ শাহরুখ হোসেন তিনি তার সম্পূর্ণ নিজের আর্থিক সহায়তায় ফিরিয়ে আনলেন প্রাই ৮০ জন পরিযায়ী শ্রমিককে।
শাহরুখ হোসেন বলেন তিনি চিরকাল মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মুখ্যমন্ত্রীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।