ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসরি বোর্ড’ -এর চেয়ারপার্সন হিসেবে প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হল আজ শিলিগুড়ির উত্তরকন্যাতে

নিজস্ব সংবাদদাতা :রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়ের উপস্থিতিতে, রাজ্যের শ্রম দপ্তরের অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসরি বোর্ড’ -এর চেয়ারপার্সন হিসেবে প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হল আজ শিলিগুড়ির উত্তরকন্যাতে।আজ এই মিটিং এ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আই এন টিটি ইউসির সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।এদিন মেয়র গৌতম দেব জানান উত্তরবঙ্গে এই ধরনের মিটিং অনেক দিন পরে হল। আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের মান বাড়ালেন।এদিনের মিটিং এ উত্তরবঙ্গ জুড়ে শ্রমিক সংগঠনের দাবী দেওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়।যেখানে আগামী 5বছরের মধ্যে শ্রমিকদের উন্নয়নের খসরা চুক্তিও সাক্ষরিত হয়।