৩০ বছরে পদার্পিত বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের পূজোর থিম “মাটি আমার মা”

নিজস্ব প্রতিনিধি : এ বছর হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ দের নতুন ভাবে দূর্গা পূজার আনন্দ দিতে মাতৃরূপী মা কে থিমের রূপে দেখাতে, এ বছর ৩০ বছরের পদার্পিত পূজা হলদিয়া মঞ্জুশ্রী মোড়ের বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ।

    প্রতি বছরই এই পূজা মন্ডপের প্রতিমায় থাকে নানান রকমের নতুন ভাবনার প্রকাশ। এই বছর এই পূজোর থিম হল “মাটি আমার মা”

    বাঁকুড়া বিষ্ণুপুরের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী ও তার শিল্পী সমন্বয় ও তার ভাবনায় উঠে এসেছে টেরাকোটার পোড়া মাটি হাতের অভূতপূর্ব নিপুন কাজ।
    প্রতি বছরের ন্যায় এ বছর ও থাকছে নানান ধরনের শিল্পী সমন্বয় দের নিয়ে বিচিত্রা অনুষ্ঠান ।বিশেষ ভাবে চোখে পড়ার মতোন এ বছর ও থাকছে গরিব দুঃস্থ দের শাড়ি ,বস্ত্র, রেনকোট,হেলমেট ,চারাগাছ ও অসুস্থ প্রতিবন্ধী মানুষ দের আর্থিক সাহায্য ।এছাড়া ও এই পুজোর অন্যতম আকর্ষণ মহানবমীতে কুমারী মায়ের আরাধনা,যা হলদিয়ার শিল্পাঞ্চলের মানুষ দের নতুন করে আনন্দ দিতে চলেছে।এই পুজোর সম্পাদক সেক আরমান ও সভাপতি শ্রী এস.পি.ব্যানার্জি বলেন এই পুজোর মধ্যে দিয়ে তারা নানান সমাজ সেবা মূলক কাজ করেন ও বছরের এই কটা দিন মানুষ কে আনন্দ দেন।

    এই পুজোয় উদ্বোধন করতে আসছেন পশ্চিমবঙ্গের পরিবহন ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাংসদ দিব্যেন্দু অধিকারী পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক, হলদিয়া পৌরসভার কাউন্সিলার রা ও প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা।