ভোট যত এগিয়ে বাংলার রাজনৈতিক মহল তত উত্তপ্ত হয়ে উঠছে।আজ মালদহের

 

     

    নতুন গতি ওয়েব ডেস্ক:

    সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রত্যেক টি বিধানসভায় মতই আজকে মালতিপুর বিধানসভার অন্তর্গত চাঁচল ২নং ব্লকের গোবিন্দপাড়া থেকে মালতিপুর লাইব্রেরী মাঠ পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা করো হলো এবং ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশিত করা উক্ত পথযাত্রাই উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কো অর্ডিনেটর আব্দুর রহিম বক্সি ম ও উপস্থিত ছিলেন চাঁচল ২নং ব্লকের সভাপতি হাবিবুর রহমান সাহেব উপস্থিত ছিলেন সহ এমদাদুল হক , রেহানা পারভীন রতুয়া ২নং ব্লকের সভাপতি নেইমুদ্দিন হক সাহেব যুব সভাপতি মাসিদুর রহমান সহ জয়দেব ঘোষ ও অঞ্চল ও ব্লক নেতৃত্বগণ