|
---|
আজিজুর রহমান, গলসি : নির্মিত হচ্ছে ১৯ নম্বর জাতীয় সড়ক। সেই জন্য রাস্তার বিভিন্ন জায়গায় চলছে নির্মান কাজ। কাজের স্থানে রাখাও আছে ঠিকা সংস্থার সেফটি ও সিকিউরিটি ব্যবস্থা। তবে তারা নামেই রয়েছে। সেফটি ব্যবস্থা ছাড়াই তারা রাস্তায় করছে কাজ। বুধবার গলসি ১ নং ব্লকের বুদবুদ বাইপাসে এমনই ছবি দেখা গেল। এদিন বিকেলে অল্পের জন্যই প্রানে বাঁচলেন দুই বাইক আরোহী। বাইক চালক অঞ্জন রায় বলেন, অল্পের জন্য প্রানে বেঁচে গেলাম। একটু হলেই গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে যেতাম। তিনি বলেন, কাছেই ঠাঁই রয়েছে ঠিকা সংস্থার সেফটি ও সিকিউরিটি টিমের প্রতিনিধিদল। তবুও ঘটনার পরও কোন হেলদোল নেই তাদের। এদিকে কাজ পাশ দিয়েই হেঁটে ও সাইকেল নিয়ে পেরিয়ে যাচ্ছে স্কুল কলেজের পড়ুয়ারা থেকে সাধারণ মানুষ। দাঁড়িয়ে থাকলেই কেউই নিয়ন্ত্রণ করছেন না তাদের। তার দাবী, রাস্তায় প্রচুর ধুলো উড়ছে। হেলমেট এর ভিতর দিয়েও ধুলো ঢুকছে। কতৃপক্ষ একটু দেখে ব্যবস্থা নিক। অবশেষে সাংবাদিকের ক্যামেরা দেখে শুরু হল ততপরতা। সড়কের সাইডে ও কাজের জায়গায় লাগানো হয় ব্যারিকেড। ঠিকা সংস্থা সেফটির ব্যবস্থা রাখলেও কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে না সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া গেলনা ঠিকা সংস্থার এক আধিকারিকের কাছে।