প্রাণনাশের হুমকি দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির বাড়ির বাইরে পোস্টার!

কাকদ্বীপ,নুরউদ্দিন:প্রাণনাশের হুমকি দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির বাড়ির বাইরে পোস্টার লাগানোকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে। হারুউড পয়েন্ট উপকূল থানার দাসেরচকের বাসিন্দা সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের,তানার বাড়ির বাইরের দেওয়ালে এই হুমকি পোস্টারটি সাঁটানো ছিল। বুধবার সকালে সেই পোস্টার দেখতে পান দেবাশিস ও তাঁর প্রতিবেশীরা। প্রাণনাশের হুমকি পোস্টার পেয়ে হারুউড পয়েন্ট উপকূল থানায় এফআইআর করেছেন দেবাশিস। পোস্টার দেখার পর থেকে রীতিমত আতঙ্কিত দেবাশিস। তবে কে বা কারা এই পোস্টার লাগালো তা নিয়ে সংশয় তৈরী হয়েছে দেবাশিসের। বিরোধীরা এই কাজ করতে পারে বলে তাঁর প্রাথমিক অনুমান। তিনি জানান, ‘সুন্দরবন সংগঠনিক জেলায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হওয়ার পর থেকে একের পর এক আমার নামে পোস্টার ফেলা হচ্ছে। এর পিছনে কোন একটা চক্র কাজ করছে। আমি চাই কোন রাজনৈতিক রঙ না দেখে পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।’ ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিরোধীদের দাবি, তৃণমূল দলের অন্দরে গোষ্টিকোন্দলের জন্য এসব কান্ড ঘটছে।

     

    কাকদ্বীপ থেকে নুরুদ্দিনের রিপোর্ট নতুন গতি!