|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- আশঙ্কা বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং য়ে। সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এটি এগিয়ে যাচ্ছে উপকূলের দিকে। আগামী ১২ ঘণ্টায় এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটা আসংখা করা হচ্ছে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসন। সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ডায়মন্ড হারবার মহকুমা এলাকায়। ডায়মন্ড হারবার সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। সুমুদ্রে উত্তাল কিছুটা থাকলেও জলোচ্ছাস ও এখনো আছে অনেকটা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ডায়মন্ড হারবার থানা ও কোস্টাল থানা থেকে উভয়ের তরফেই নজরদারি চালানো হচ্ছে। এখানকার ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সর্বতই মজুত রাখা হয়েছে উদ্ধারকারী গাড়ি, অ্যাম্বুলেন্স। বিভিন্ন রাস্তায় গাছ বা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়ার কোথাও বলা হয়েছে। তৈরি রাখা হয়েছে সিভিল ডিফেন্সের ইউনিট, সতর্ক রয়েছে বিপর্যয় মোকাবিলা টিমও। এই জেলায় ভারী বৃষ্টি পাতের পূর্বাভাস থাকলেও সব রকমের বিপর্যয়ের সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসক।