নাবাবিয়া মিশনে ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যায় ছাত্র ও ছাত্রী ছিল

সংবাদদাতা : অতীতের সমস্ত রেকর্ডকে পার করে এবার রেকর্ড করলো নাবাবীয়া মিশনে ভর্তি পরীক্ষায়। ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসে ছিল ছাত্রদের তুলনায় ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাধারণ সম্পাদক নাবাবিয়া মিশনের শেখ শাহিদ একবার জানান বিগত বছরের সাফল্য আজকে এনে দিয়েছে তার ফল গার্জেনদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলেই চাইছে তার ছেলে-মেয়েকে মিশনে ভর্তি করতে এবং সম্পাদক মহাশয় এর কাছে অনুরোধ করছে যেন সুযোগ পায়। সম্পাদক মহাশয় জানান এ বছর আমাদের ২৫০আসন সংখ্যা, কিন্তু আবেদন জমা পড়েছে প্রায় এক হাজারের উপর দোয়া করুন যাতে আমরা আরো সিট ব্যবস্থা করতে পারি। আজকের পূর্বে জনাব আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেবের জিডি চ্যারিটিবল সোসাইটির অধীনে জিডি মনিটরিং কমিটি দ্বারা পরিচালিত আই এ এস নুরুল হক সাহেব ডব্লিউবিসিএস সৈয়দ নাসির উদ্দিন সাহেবের তত্ত্বাবধানে ইতিমধ্যেই হয়ে গেছে মিশন কমন এডমিশন টেস্ট সেই পরীক্ষায় ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্পাদক মহাশয় জানান উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জেলার ছেলে মেয়ে এই মিশনে পড়াশোনা করে বিশেষ করে জলপাইগুড়ি জেলা উওর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নদীয়া মেদিনীপুর বাঁকুড়া হাওড়া হুগলী এই সমস্ত জেলার ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি ইতিমধ্যেই মিশনের প্রতিষ্ঠিত ছাত্র-ছাত্রী কয়েক হাজার তার মধ্যে ৩০০ অধিক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ বাংলা তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বারোটা দেশে প্রতিষ্ঠিত ২০০১ সালের প্রতিষ্ঠান আজকে বাংলার গর্ব হয়ে দাঁড়িয়েছে সকলের দোয়া।