|
---|
নিজস্ব সংবাদ দাতা, মোথাবাড়ি : সোমবার কালিয়াচক -২ ব্লকের মেহেরাপুর গঙ্গাধর উচ্চ বিদ্যালয়ের কিশোরী মোহন মঞ্চের উদ্বোধন হলো। গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে এই মঞ্চের উদ্বোধন করেন স্হানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন । এই উদ্বোধন উপলক্ষে এদিন বিদ্যালয়ে একটি সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিধায়ক সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় মণ্ডল প্রধান শিক্ষক লুৎফল হক , শিক্ষক বটকৃষ্ণ কর্মকার , স্কুল সভাপতি নবী সেখ, প্রধান আমিনুল ইসলাম সহ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অনেকে। উদ্বোধন করে মঞ্চে এদিনই স্কুলে ছাত্র ছাত্রীরা এক গুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই বিদ্যালয়ের জন্য জমি দান করেন স্হানীয় গঙ্গা ধর মন্ডল ও তার মেয়ে কিশোরী মোহন মন্ডল । বিদ্যালয়ের বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করতে কোনো মঞ্চ না থাকাই খুব অসুবিধা হতো।তাই বিদ্যালয়ের শিক্ষকরা একটি মঞ্চের জন্য স্হানীয় পঞ্চায়েতে আবেদন করলে পঞ্চায়েত প্রধান আমিনুল ইসলাম এই মঞ্চ তৈরীর জন্য ১৫০০০০ টাকা অনুমোদন করলে এই মঞ্চ তৈরি হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বটকৃষ্ণ কর্মকার এদিনের সভা পরিচালনা করেন তিনি জানান, “পড়াশোনা ও সংস্কৃতিক দিক থেকে এই বিদ্যালয় ক্রমশই এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মঞ্চ না থাকাই কোন নাটক সংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা যেতো না । গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের এই সাহায্যর ফলে এই বিদ্যালয়ের প্রতিটি ছাত্র ছাত্রী দের খুব সুবিধা হবে।”