আবারো পাইকর গ্রামের জলের ট্যাপ থেকে পাওয়া গেল জ্যান্ত পোকা

আব্দুল মান্নান, বীরভূম:-
বীরভূম জেলার মুরারই থানার পাইকর গ্রামে আবারও জলের ট্যাপ থেকে পাওয়া গেল জ্যান্ত পোকা । কিছুদিন আগেই পাইকরে জলের জন্য ডায়রিয়ার কারণে ৭ বছরের স্কুল ছাত্রীর মৃত্যু হয় এবং শতাধিক মানুষ ডায়রিয়ার কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছিল। ফলে জেলা প্রশাসন নড়েচড়ে বসেছিল,এই নিয়ে প্রশাসন থেকে ব্যবস্থা নেয়া হলেও আবারও গাফিলতি ধরা পড়েছে।পাইকর হাসপাতাল সংলগ্ন আজান শহীদ এর চারমিনার গেট এর পাশের জলের ট্যাপ থেকে জ্যান্ত পোকা বার হচ্ছে। পাড়ার বাসিন্দা রজেবা বিবি এবং ফুরকুনি বিবির কথায়- বিগত কুড়ি দিন থেকে আমরা আর জল নিই না। এই জল থেকে জ্যান্ত পোকা বার হচ্ছে, আমরা আতঙ্কিত এই জল খেয়ে যদি ডায়রিয়া কিংবা অন্যান্য জল বাহিত রোগে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।তারা চাইছেন তাড়াতাড়ি এই জলের সমস্যা সমাধান হোক, কারণ বহু দূর থেকে তাদের পানীয় জল আনতে হয়।
তাছাড়া পাইকর গ্রামীণ হাসপাতাল এর আশেপাশের যে দোকানগুলি আছে, তাদের বাধ্য হয়ে সেই ট্যাপ থেকে জল নিতে হচ্ছে ও গ্রাহকদের খাওয়াতে হচ্ছে।তাদেরও একই কথা কিছুদিন আগে জল নিয়ে এত বড় একটা কান্ড কারখানা ঘটে গেলেও বারবার এ সমস্যা আছে কি করে?
তারা এও জানান, প্রশাসন কিছুদিনের মধ্যে এই জলের সমস্যা সমাধান না করলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।