হাতির দল ঢুকে পরায় চাঞ্চল্য এলাকায়, জারি করা হয়েছে ১৪৪ ধারা

জলপাইগুড়ি: সাত সকালেই লোকালয়ে শাবক সহ হাতির দল। জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় হাতির দল ঢুকে পড়ায়, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। খবর পেয়ে, জলপাইগুড়ি লাটাগুড়ি বন্যপ্রাণ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছায় ক্লান্তি এবং মালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী।

    শাবক সহ হাতির দলটিকে দেখতে এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়। যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ ও বনদপ্তর থেকে আগাম সর্তকতা নেওয়া হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে এলাকায় ১৪৪ ধারা। হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর জন্য  বনদপ্তর থেকে চেষ্টা চালানো হচ্ছে।

    জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের এডিএফও জন্মেঞ্জয় পাল জানান, খুব সকাল থেকেই একটি শাবক সহ হাতির দল লাটাগুড়ি বাজার সংলগ্ন লাটাগুড়ি হাই স্কুলের পেছন দিকে অবস্থান করছে। পুরো বিষয়টি নজর রাখছে বন দপ্তর। ঘটনাস্থলে পুলিশ এবং বি ডি ও রয়েছে। পরিস্থিতি এখন আয়ত্তে আছে। সন্ধ্যের দিকে হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানান এডিএফ ও জন্মেঞ্জয় পাল।