|
---|
দিনহাটা: ২৪ ঘন্টার মধ্যেই দিনহাটার নিগমনগরে ব্যাংক ডাকাতির কিনারা করলো পুলিশ। এই ঘটনায় ব্যাংকেরই তিন কর্মচারীক গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ। তাদের বুধবার দিনহাটা আদালতে পেশ করা হলে, তদন্তের স্বার্থে বিচারক ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানান কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার ।
মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ দিনহাটা নিগম নগরে অবস্থিত উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে ডাকাতির ঘটনার খবর পায় দিনহাটা থানার পুলিশ। ব্যাংকের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, ব্যাংকের ক্যাশিয়ার আতারুল হোসেন ও ম্যানেজার দুজন ব্যাংকের ভল্ট থেকে টাকা বের করে এনে টেবিলে রাখেন। দ্বিতীয়বার টাকা আনতে গেলে, গ্রাহক সেজে এসে তাদের ভেতর থেকে বন্ধ করে দিয়ে টাকা নিয়ে চম্পট দেয় তিনজন। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে ঘটনার সময় ব্যাংক কর্মীরা কোনভাবেই অ্যালার্ম বা সাইরেন বাজাননি। স্থানীয়রাও ঘটনা কোনো রকম কিছু জানতে পারেনি।
“ঘটনায় ব্যাংকের তিন জন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরবর্তীতে ধৃতরা ব্যাঙ্ক ডাকাতির বিষয়টি স্বীকার করে নেন বলে দাবি পুলিশের। এই তিন জনই প্ল্যান করে বিষয়টি ঘটিয়েছে বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে ব্যাংকের ক্যাশিয়ার অতারুল হুসেন, ব্যাঙ্ক ম্যানেজার অরিজিৎ ভৌমিক ও ব্যাংক কেজুয়াল কর্মী চন্দ্র শেখর বর্মনকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্ত ক্যাশিয়ার আতারুল হোসেন বেশকিছু বার সেখান থেকে টাকা সরিয়ে ছিলেন। পরবর্তী সময়ে ব্যাংকের ম্যানেজার অরিজিৎ ভৌমিক এবং ক্যাজুয়াল কর্মী চন্দ্রশেখর বর্মনকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্ত ক্যাশিয়ার আতারুল হোসেন বেশকিছু বার সেখান থেকে টাকা সরিয়ে ছিলেন। পরবর্তী সময়ে ব্যাংকের ম্যানেজার অরিজিৎ ভৌমিক এবং ক্যাজুয়াল কর্মী চন্দ্র শেখর বর্মন তাকে সহযোগিতা করে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।