মাদ্রাসা শিক্ষা দপ্তর সুযোগ্য ব্যক্তিকে অধিকর্তা করেছে: একে এম ফারহাদ

মাদ্রাসা শিক্ষা দপ্তর সুযোগ্য ব্যক্তিকে অধিকর্তা করেছে: একে এম ফারহাদ

    বিশেষ প্রতিবেদন, সল্টলেক:  পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ স্বতন্ত্র সংস্থা হিসেবে রাজ্য সরকারের প্রত্যেকটি নির্দেশিকা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, পঠন-পাঠন সচল রেখে চলেছে তা রাজ্য ছাড়িয়ে দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন সহ বিভিন্ন গঠনমূলক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন সবসময় রাজ্য সরকারের কর্ম ক্রিয়া কে প্রাধান্য দিয়ে চলছে। বৃহস্পতিবার বিকাশ ভবন ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফরহাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সেনাপতি তথা রাজ্যের মন্ত্রী ও সংগঠনের মুখ্য পৃষ্ঠপোষক ফিরহাদ হাকিম সহ দলীয় নির্দেশ মত এই সংগঠন যথোপযুক্ত কর্ম ক্রিয়া করে থাকে বছরের প্রত্যেকটি সময়েই।  লক্ষ্য করা যায় মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন সাহেব কে অগ্রিম শুভেচ্ছা জানানোর পাশাপাশি মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনায় শিক্ষক বদলি সহ পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচিত হয় জানান একেএম ফারহাদ।

    মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন আরো কিভাবে ত্বরান্বিত করা যায় এ বিষয়ে দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মোঃ গোলাম রব্বানী, দপ্তরের প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী,  সহ ওবাইদুর রহমান,  সাকিল আহমেদ, জুলফিকার হাসান,  সকলের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়েছে বলে জানায় ফারহাদ। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার পঠন-পাঠন নিয়ে মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি তথা আলিয়া ইউনিভার্সিটির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ডঃ আবু তাহের কামরুদ্দিন সাহেবের সঙ্গে আলোচনায় হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার ফলাফল বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়।  পর্ষদ সভাপতি জানান আগামী দিনগুলিতে সরকারি নির্দেশ মতো শিক্ষার্থীদের পঠন-পাঠন আরো দ্রুত ত্বরান্বিত হবে বলে পর্ষদ সভাপতি জানান। সংগঠনের রাজ্য সম্পাদক তথা হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ইরফান আলী বিশ্বাস জানায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে এই সংগঠন অত্যন্ত সদর্থক ভাবে এগিয়ে চলেছে ফারহাদ সাহেবের নেতৃত্বে আগামী দিনে আরও বৃহত্তর কর্মযজ্ঞে শামিল হবে বলে তিনি জানান। আলোচনায় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ও মুরারিশা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল হক বৈদ্য,  শিক্ষক রাকিবুল আজিজ,  মতিয়ার রহমান, মোজাফ্ফর হোসেন,  মমতাজুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।