শিলিগুড়ির দুই সাহসী প্রবীণ নাগরিককে সংবর্ধনা জানালেন শিলিগুড়ি পুলিশ কমিশনার

শিলিগুড়ি: দুই সাহসী প্রবীণ নাগরিক অমলেন্দু সুর ৯২ বছর এবং তার স্ত্রী শিল্পি রানী সুর ডাঙ্গিপাড়া গাজা গলি, ৬ নম্বর ওয়ার্ড, থানা শিলিগুড়ি, যিনি ২৬সে এপ্রিল শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে শিল্পী রাণী সুরের সোনার চেইন চুরি করে পালিয়ে যাওয়া চোরকে ধরার জন্য অনুকরণীয় সাহস ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। আজ তাদের গৌরব শর্মা, আইপিএস, সিপি শিলিগুড়ি দ্বারা তিনি নিজে সংবর্ধিত করেন ওনার অফিস চেম্বারে।

    শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফে তাদের একটি প্রশংসাপত্র, নগদ পুরস্কার এবং সম্মান সদস্য কার্ড দিয়ে সম্মানিত করা হয় যাতে তারা সম্মান পরিবারের সদস্য হয়।

    গৌরব শর্মা জানান আমরা তাদের সাহসিকতার জন্য তাদের অভিনন্দন জানাই এবং তাদের সুস্বাস্থ্য এবং সুখের জন্য প্রার্থনা করি। তিনি আরো জানান অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে ও সংশোধনাগারে রয়েছে।ওনাদের এই প্রশংসনীয় উদ্যোগে আরো অনেকেই অনুপ্রানিত হবেন বলে তিনি জানান।