হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয় সংবর্ধনা দিলো ‛পদ্মশ্রী’ প্রাপক ডাক্তার অরুণোদয় মন্ডলকে 

মফিজুর রহমান, আমডাঙ্গা: ডাক্তার অরুণোদয় মন্ডল হিঙ্গলগঞ্জ ব্লকের ভূমিপুত্র। এখন দমদমে থাকেন। তিনি প্রতি সপ্তাহে জন্মভূমির টানে সুন্দরবনে আসেন। রোগী দেখেন, ওষুধ দেন। তাঁর ‛পদ্ম’ পুরস্কার প্রাপ্তিতে খুশি হিঙ্গলগঞ্জবাসী।

     

    হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয়ের পক্ষ থেকে ডাক্তারবাবুকে শনিবার এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। ডাক্তারবাবুকে মহাবিদ‍্যালয়ের পক্ষ থেকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান অধ‍্যক্ষ শেখ কামাল উদ্দিন। একে একে তাঁকে শাল, বই, মানপত্র, ধুতি-পাঞ্জাবি দিয়ে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীরা বরণ করে নেন। অরুণোদয় মন্ডল স্বভূমে সংবর্ধিত হ’তে পেরে তাঁর খুশির কথা জানান ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি নিজ লক্ষ্যে স্থির থেকে পড়াশোনা চালিয়ে যেতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন।

     

    ইতিমধ্যে কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীতে পাঠরত যে দশজন ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়েছে এদিন তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন ‛পদ্মশ্রী’ প্রাপক ডাক্তার অরুণোদয় মন্ডল। কলেজের অধ্যক্ষ জানান, ডাক্তারবাবুর হাতে সামান্য উপহার তুলে দিতে পেরে তারা নিজেরাই ধন‍্য। ডাক্তারবাবু কলেজের ছাত্রছাত্রীদের লেখায়-চিত্রে সজ্জিত দেওয়াল পত্রিকা ‛আলো’র উন্মোচনও করেন। সংবর্ধনা উপলক্ষে ছোটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন‍্যান‍্যদের মধ্যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস‍্যা শ্রাবণী ঘোষ, সমাজসেবী বিশ্বরঞ্জন চৌধুরী, শামীম ভড়, সৌমিতা মল্লিক, দেবপ্রসাদ ঘোষ, প্রশান্ত চক্রবর্তী, সমরেশ সরদার, সঞ্জয় পাল প্রমুখ।