রবিবার ছুটির দিনে মহানগরীতে পাতাল রেল বিভ্রাটের কারণে মেট্রো যাত্রীদের অসুবিধার সম্মুখিন হতে হয়

নিজস্ব প্রতিবেদন:- রবিবার ছুটির দিনে মহানগরীতে পাতাল রেল বিভ্রাটের কারণে মেট্রো যাত্রীদের অসুবিধার সম্মুখিন হতে হয়। যদিও রবিবার সাধারণত সরকারি অফিস বন্ধ থাকে, তবে অনেক বেসরকারি অফিস রবিবার দিন খোলা থাকে। এছাড়া ছুটির দিন হওয়ার জন্য অনেকেই নিজের আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যান। সেই কারণে রবিবার হলেও ভালোই ভিড় হয় মেট্রোরেলে।অন্যান্য দিনের তুলনায় রবিবার দিন কিছুটা দেরিতে শুরু হয় মেট্রো রেল পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে সকাল নটা নাগাদ মেট্রোরেল ছাড়ার কথা ছিল। কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পরেও মেট্রোরেল ছাড়ছে না। স্বভাবতই যাত্রীদের মধ্যে অস্বস্তি শুরু হয়। সংশ্লিষ্ট মেট্রোরেল কর্তৃপক্ষ থেকে মাইকে জানানো হয় লাইনে কারেন্ট নেই , সেই কারণে মেট্রোরেল পরিষেবা শুরু করা যাচ্ছে না। যদিও এক ঘন্টা পর লাইনে কারেন্ট আসার পর মেট্রোরেল পরিষেবা চালু হয়।