হিন্দি সাম্রাজ্যবাদী সংসদীয় কমিটির রিপোর্টের বিরুদ্ধে সভা বাংলা ছাত্র পক্ষর

নতুন গতি প্রতিবেদক : সাম্প্রতিককালে বিজেপির কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা এবং আইআইটি, আইআইএম সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজি সরিয়ে হিন্দি বাধ্যতামূলক করার সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে যে রিপোর্ট জমা দিয়েছে তার বিরুদ্ধে ভারতের বাঙালির জাতীয় সংগঠন “বাংলা পক্ষ”র ছাত্র সংগঠন “বাংলা ছাত্র পক্ষ” ২২শে অক্টোবর, ২০২২ শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রীট ক্যাম্পাসের সামনে এক পথসভার আয়োজন করল। আজকের পথসভা থেকে “বাংলা ছাত্র পক্ষ” উপরোক্ত সুপারিশগুলো বাতিল, বাংলার সব চাকরিতে বেসরকারি চাকরিতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ, বাংলার সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার লিখিত পেপার বাধ্যতামূলক করা, বাংলার ভূমিপুত্রদের হকের মেডিক্যাল আসন বহিরাগতদের দ্বারা দখল আটকাতে বাংলায় ডাক্তারির ভর্তিতে ডোমিসাইল-বি বাতিল, ডাক্তারির সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) বাতিল করে পুনরায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স চালু করার দাবি জানায়। এই পথসভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক ডঃ গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, বাংলা পক্ষ কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চ্যাটার্জি, বাংলা পক্ষ দঃ ২৪ পরগণার সম্পাদক প্রবাল চক্রবর্তী, বাংলা পক্ষ উঃ ২৪ পরগণা গ্রামীণের সম্পাদক দেবাশীষ মজুমদার, “বাংলা ছাত্র পক্ষ”-র কেন্দ্রীয় কমিটির তিন সদস্য রণ ভট্টাচার্য, সায়ন তরফদার, ইনজামুল হক মোল্লা সহ বিভিন্ন জেলার সদস্যরা।

    গর্গ চট্টোপাধ্যায় বলেন,”এই সুপারিশগুলো কার্যকর হলে বাঙালী সহ সকল অহিন্দি জাতির মানুষ হিন্দি সাম্রাজ্যবাদের তৃতীয় শ্রেণীর ক্রীতদাসে পরিণত হবে। বাংলা ছাত্র পক্ষ বাঙালী পড়ুয়াদের ছাত্রজীবনের পরে তাদের কর্মজীবন নিয়েও চিন্তা করে এবং সেই অনুযায়ী লড়াই করে, তাই বাংলা ছাত্র পক্ষ বাঙালী পড়ুয়াদের শিক্ষার সাথে সাথে তাদের চাকরি ও ব্যবসা নিয়েও কথা বলে।”


    বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন, “সমস্ত অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনের বাঙালী পড়ুয়াদের বাংলা ছাত্র পক্ষে যোগ দেওয়ার আহ্বান জানাই। কারণ এটা আমাদের জাতির লড়াই।”