|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: মানুষ মানুষের জন্য, প্রচলিত এই কথার ভিত্তিতে সময়ে অসময়ে মানুষই মানুষের পাশে দাড়িয়েছে। মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ, সেই মূলমন্ত্রকে সামনে রেখে আজ এক অসুস্থ অপরিচিত মানসিক ভারসাম্যহীন মহিলার পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবার এর স্থানীয় বাসিন্দারা। জানা যায় ডায়মন্ড হারবার জেলা হসপিটালে অপরিচিত মানসিক ভারসাম্যহীন মহিলা নার্গিস গাজী, আনুমানিক ৪৮ বছর বয়স। গতকাল স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি করান। বাড়ির লোক কাছে না থাকার কারনে সকল প্রকার চিকিৎসার জন্য সামনে এগিয়ে আসেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট সুপ্রিম সাহা। তিনি বলেন, একজন অপরিচিত মানসিক ভারসাম্যহীন মহিলা ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে ভর্তি হয় স্থানীয় বাসিন্দাদের দ্বারায়। তিনি থানায় মৌখিক বক্তব্য দিয়েছেন এবং আমরা তার ভিডিও রেকর্ড করেছি এবং সেই ভিডিও রেকর্ডটি পাঠানো হয়েছে HAM Redio র সম্পাদক শ্রী অম্বরিশ নাগ বিশ্বাসকে তিনি এনার পরিবারকে খুঁজতে সাহায্য করেন। যানা যায় মহিলাটির নাম নার্গিস গাজী যার বয়স প্রায় ৪৮বছর। মহিলার স্বামীর নাম আরশেদ আলী গাজী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার অন্তর্গত ত্রিমোহিনী এলাকার বাসিন্দা। আজ বিকালে তার বাড়ির লোক আসে পুলিশের সামনে থেকে তাকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এই ভারসাম্যহীন মহিলাকে ফিরে পেয়ে পরিবারের পক্ষ থেকে একটা খুশির জোয়ার, তার সঙ্গে হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট সুপ্রিম সাহা কে,পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা ভর্তি করান তাদের কেও অভিনন্দন জানায় পরিবারের তরফ থেকে।