|
---|
বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা : পিতৃ পক্ষের অবসান দেবীপক্ষের শুভসূচনা আর কয়েক ঘণ্টা পর। একাধিক ঘাটে তর্পনের জন্য হাজার হাজার পুণ্যার্থী উপস্থিত এই মহালয়ার প্রাক মূহুর্তে। পশ্চিমবঙ্গের গঙ্গা সাগর, একাধিক গঙ্গাঘাটের তীর্থভূমিতেএসেছেন হাজার হাজার পুণ্যার্থী। গঙ্গাসাগর কপিল মুনির আশ্রমে বিশেষ করে উৎসব-মুখর বাঙালিরা মনস্কামনা পূর্ণ করতে দেবিপক্ষের সূচনায় তারা আসছে ঘাটে । বাঙালির বারো মাসে তেরো পার্বণ । বিশেষ করে দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুধু বাঙালি বললেই ভুল হবে বিশ্বের ঐতিহ্যমন্ডিত দুর্গা পূজা যা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া।আর এই পূজা অর্চনা-প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে অসুস্থ থাকায় ভার্চুয়ালি কয়েক শত পূজার উদ্বোধন করেছেন। আর এই পশ্চিমবঙ্গে ঐতিহ্যমন্ডিত দুর্গাপূজার প্রাকমুহুর্তে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বেতার এর মাধ্যম দিয়ে মানুষ আজ শোনার আগ্রহ।