শ্রী ঠাকুর সশ্রীত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বর্তমান যুব সমাজ একপ্রকার খেলার মাঠ থেকে দূরে সরে গিয়েছে। পাশাপাশি ডিজিটালের যুগে মোবাইল গেম এবং মাদকের নেশায় আশক্ত হয়ে পড়ছে দিনদিন।

    তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে আজ রবিবার বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত “শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৩” এর খেলা অনুষ্ঠিত হলো। উল্লেখ্য এই ফুটবল টুর্নামেন্ট এবার ৬০ তম বর্ষে পদার্পণ করল। এদিন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বরানগর রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি গৌরানন্দ মহারাজ। ৮ টি দল নিয়ে শুরু হয় টুর্নামেন্ট।

    আজকের প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় সেল ফুটবল কোচিং একাডেমি ও মহাল একাদশ। দুই দলই ১-১ গোল করায় ম্যাচ ড্র হয়ে যায়। তারপর ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়।সেক্ষেত্রে মহাল একাদশকে পরাজিত করে সেল ফুটবল কোচিং একাডেমি।প্রথম দিনের খেলায় উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য, শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাশিষ চট্টরাজ সহ ক্রীড়াপ্রেমী মানুষজন ও আশ্রমের মহারাজরা। এদিন মাঠের চারপাশ জুড়ে দর্শকাসনে ফুটবলপ্রেমীদের ভিড় ছিল লক্ষনীয়।ফুটবল খেলা প্রসঙ্গে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজ তাঁর গুরুদেব ঠাকুর সত্যানন্দদেবের নামে এই শিল্ড টুর্নামেন্ট শুরু করেছিলেন। ৬০ বছর ধরেই এই ফুটবল প্রতিযোগিতা চলছে। জেলার বুকে এক অনন্য নজির। তিনি আরও জানান, এলাকার ছেলেমেয়েরা খেলায় যাতে উৎসাহিত হয়। তাঁরা যেন সক্রিয় ভাবে ফুটবল খেলায় অংশগ্রহন করে এবং তাঁরা রাজ্য স্তরে, জাতীয় স্তরে অংশগ্রহণ করে এটাই আমাদের লক্ষ্য।