|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকায় খোলামুখ কয়লা খনি প্রকল্পের কাজ শুরুর আগে সহমতের ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা পূর্বেই না করে জোর করে কয়লা খনির কাজ শুরু করার জন্য গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে আজ মঙ্গলবার সিউড়ীতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে।
পুনর্বাসন না দিয়ে খনি প্রকল্পের কাজ শুরু করা যাবে না, আগে পুনর্বাসন দিয়ে প্রকল্পের কাজ শুরু করতে হবে। খনি প্রকল্পের ডিপিআর (ডিটেল প্রজেক্ট রিপোর্ট) জন সমক্ষে প্রকাশ করা ইত্যাদি দাবি সম্বলিত প্লেকার্ড হাতে দলীয় কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
দলের পক্ষ থেকে আরো দাবি তোলা হয় যে চাকরির ক্ষেত্রে সকলকে কনস্টেবল পদে বিবেচিত না করে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। দলীয় কর্মীদের উপস্থিতিতে এবং বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।