দেবীপুর উচ্চ বিদ্যালয় মাঠে মেমারি ১ ব্লকের পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলার উদ্বোধন হয়

সেখ সামসুদ্দিন : ১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং মেমারি ১ ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় আজ দেবীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেমারি ১ ব্লকের পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা ডি পি এস সি চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখানে মোয়াজ্জেম, সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ আলী মহঃ ওয়ালি উল্লাহউল্লাহ, ব্লকের সকল বিভাগীয় আধিকারিকবৃন্দ, পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ, সদস্য ও জেলা পরিষদ সদস্যগণ, দুর্গাপুর ও দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আদিবাসী সমাজের জাকাত সারি ধরম বৈশাখ সভাপতি সময় কিস্কু, রবিন কিস্কু, জহর মুর্মু, খোকন টুডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আদিবাসী মেলা আজ ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ক্রীড়া ও সংস্কৃতি মূলক অনুষ্ঠান এছাড়াও সেখানে আদিবাসী সমাজের গোষ্ঠীর কৃষি সহ বিভিন্ন প্রকল্পের স্টল দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের পর একটি ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন। জানা যায় জেলা সভাধিপতি শম্পা ধাড়া, আগামীকাল এবং সহ-সভাপতি দেবু টুডু শেষ দিন আসতে পারেন। আজ পূর্ব বর্ধমান জেলায় একযোগে পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলা হওয়ায় তারা দেবীপুর এর এই প্রোগ্রামে আসতে পারেননি।