|
---|
নিজস্ব,নতুন গতি, হুগলি: ফুরফুরা শরীফ আহলে সু্ন্নাতুল জামাতের উদ্যোগে এবং সংগঠনের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে সংগঠন এর সহঃ সম্পাদক পীরজাদা নাওসাদ সিদ্দিকী ভাইজান জাঙ্গীপাড়া থানার অন্তর্গত পীর আবু বকর সিদ্দিকী (রহ:) নলেজ সিটি সংলগ্ন গ্রামগুলিতে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে প্রতিবছরের ন্যায় এই বছরেও গরীব, অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
তিনি বলেন, আমরা প্রতি বছর আমাদের বিভিন্ন শাখা সংগঠন ও ব্লকের নেতৃত্ব, কর্মীরা গভীর রাতে রেলস্টেশন, বাসস্টপ এবং পথের ধারে পড়ে থাকা অসহায় মানুষকে শীতবস্ত্র দান করে থাকি। গত বছরে প্রায় ১০০০ হাজার মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিয়েছিলেন কিন্তু এই বছরে তিনি ২০০০ হাজার মানুষের নিকট সাহায্য পৌঁছে দেবেন বলে জানান।