|
---|
জাহির হোসেন মন্ডল, কলকাতা ঃ বিরভূম জেলার অন্তরগত নলহাটি থেকে লোহাপুর, অরর্থাৎ ৬০ নং জাতীয় সড়ক এক মাস যেতে না যেতেই তার বেহাল দশার ছবি উঠে এল আমাদের ক্যেমেরায়। চরম ভোগান্তিতে স্থানীয়রা।
স্থানীয় দের দাবি ভোটের জন্য তোরিঘোড়ি করে সারাই হয় এই রাস্তা। এক মাস ও টিকলোনা ঠিক করে, ভোট যেতে না যেতেই রাস্তা গেল শেষ হয়ে।
স্থানীয় দের বক্তব্য অতিরিক্ত মাল বোঝাই গাড়ি চলাচলের ফলে রাস্তার এমন হাল। তানারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কোরতে চান উক্ত বিষয়ে। তানারা সাফ যানান প্রশাসনের চরম গাফিলতির ফলে তাদের আজ এই দূরদিন দেখতে হচ্ছে।
গ্রামবাসীর আশংকা জাতীয় সড়ক যদি এমন হাল হয় তালে বাকি সড়ক গুলির কি হবে?এখন তাদের চিন্তা কে বা আবার রাস্তা সারাই করবে? আর কবেইবা করবে?