|
---|
রামিজ আলি আহমেদ: রূপক কুমার সেনের পরিচালিত টেলিফিল্ম ‘নীড় খোঁজে মন’ মুক্তি পাচ্ছে ২জুন ই এন টিভি চ্যানেলে রাত ১০.৩০ মিনিটে।কাহিনি লিখেছেন এন ডি প্রসূন।টেলিফিল্মের কাহিনী একজন অসহায় নারীর জীবন সংগ্রাম নিয়ে, যে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে একটি নীড় বা আশ্রয় খুঁজে বেড়াচ্ছে কখনও তার প্রেমিকের মধ্যে, কখনও তার স্বামীর মধ্যে কখনও তার ছেলের মধ্যে। খুঁজে বেড়ায় শান্তির আশ্রয়। সে কি শেষ পর্যন্ত নীড় খুঁজে পাচ্ছে? জয়ী হবে জীবন যুদ্ধে?? তাই নিয়েই কাহিনি। মুখ্য চরিত্র আলোর ভূমিকায় অভিনয় করেছেন-মীনাক্ষী ঘোষ। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কিংশুক গাঙ্গুলি ও বিশেষ ভূমিকায় সমর্পিতা বোস। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী মীনাক্ষী জানালেন,”এই চরিত্রটার মধ্যে অনেক শেডস আছে।কখনও সে প্রেমিকা,কখনও সে স্ত্রী আবার কখনও মা। সম্পূর্ণ নবাগত টিমের সঙ্গে কাজ করেছি কিন্তু বন্ধুত্বপূর্ণ ও পরিবারের মতো সবাই মিলে কাজটা করেছি।কাজটা করে খুব ভালো লেগেছে।পুরো শুটিংটা হয়েছে বাটানগরে।সবার ভালো লাগবে আশা করি।” ছবি:সঞ্জয় ভট্টাচার্য