|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুমরুল গ্রামের-“আস্থা চ্যারিটেবল ট্রাস্ট” এর উদ্যোগে পবিত্র রমজানের শেষ পর্বে আসন্ন ঈদ উপলক্ষ্যে কুমরুল গ্রামের দুস্থ দরিদ্র পরিবারের মধ্যে ৩০ এপ্রিল শনিবার ঈদ সামগ্রী সহ বস্ত্র বিতরণ করা হয়।
গ্রামের চেতনা সম্পন্ন তরুণ ছাত্ররা “করোনা” মহামারীর সংকটকালে সেবামূলক এই ট্রাস্টটি গঠন করেন।নাসিম, সাবির, রাজা, রুবেল, মুন্না, সুমন, আপু, আরোজ প্রমুখ ছাত্রদের উৎসাহ ও সহযোগিতায় গ্রামের মানুষদের অবদান অনস্বীকার্য।ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ সাহেবও সমাজ সেবার মানসিকতা নিয়ে গড়ে ওঠা
এই সংস্থার পাশে থাকার আশ্বাস দিয়েছেন,জানালেন সম্পাদক নাসিম করিম (বাপ্পা)। তিনি আরও বলেন যে, বিগত বছরের ন্যায় এ’বছরেও প্রায় 40টি পরিবারের ঘরে ঘরে সিমাই, চিনি, দুধ, সাবান, শ্যাম্পু এবং মেয়েদের জন্য শাড়ি ও পুরুষদের জন্য লুঙ্গি,ধুতি ইত্যাদি দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
আরো বলেন যে, তাদের এই সংস্থা “করোনা” সময় থেকে দুঃস্থ, অসহায় মানুষদের সাহায্য ছাড়াও গরিব মেধবী ছাত্র ছাত্রীদেরও বিভিন্ন ভাবে সহযোগিতা করে চলেছে।