|
---|
নিজস্ব সংবাদদাতা : মানিকতলার মুরারিপুকুরে প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের স্মৃতিতে তৈরি একটি জলসত্রে পাইপ লাইন কেটে নেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুরসভার বিরুদ্ধে। গতকাল এই জলসত্রটি উদ্বোধন করার কথা ছিল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী সুজিত বসুর। কিন্তু তার আগেই দেখা যায় সেটির জলের লাইন কেটে দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে দাবি, এই ধরনের ঠান্ডা জলের লাইনের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। তা না মানাতেই কেটে দেওয়া হয়েছে জলের লাইন। এ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা যাবে বলে মন্তব্য করেছেন সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে।রাস্তার নামকরণের ফলক নিয়ে তরজা: অন্যদিকে রাস্তার নামকরণের ফলকে রাজ্যের প্রয়াত মন্ত্রীর মেয়ের নাম থাকায় শুরু হল বিতর্ক! মানিকতলার কাছে বাগমারি রোডের একাংশের নাম বিপ্লবী প্রফুল্ল চাকীর নামে করা হয়েছে। কিন্তু সেই ফলকের নিচে আহ্বায়ক হিসেবে নাম ছিল প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়ার। প্রসঙ্গত, শ্রেয়া পান্ডে হলেন মানিকতলা বিধানসভা এলাকায় তৃণমূলের আহ্বায়ক। ভুলবশত শ্রেয়ার নাম ?
দলের পদাধিকারির নাম কেন সরকারি ফলকে থাকবে, তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। ‘ কেউ ভালবেসে শ্রেয়ার নাম দিয়ে থাকতে পারে বলে ‘ মন্তব্য করেছেন প্রয়াত মন্ত্রীর স্ত্রী সুপ্তি পান্ডে।
‘ ভুলবশত শ্রেয়া পান্ডের নাম ফলকে দেওয়া হয়েছে। শীঘ্রই তা ঠিক নেওয়া হবে। ‘ জানিয়েছেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলর ।রবিবার পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে রাজারহাট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন শ্রেয়া পান্ডে। সঙ্গে ছিলেন সায়নী ঘোষ । সেই মিছিলে হাঁটেন আরও শয়ে শয়ে তৃণমূল সমর্থক।