|
---|
খান আরশাদ, বীরভূম :-
বীরভূমের সদর শহর সিউড়িতে সিনেমার শুটিং করে গেলেন হিন্দি সিনেমার দিকপাল অভিনেতা নাসিরুদ্দিন শাহ্। রবিবার বীরভূমের সিউড়ি আদালত চত্বরে একটি বাংলা সিনেমার শুটিং করতে আসেন হিন্দি আর্ট সিনেমার কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ্। রবিবার আদালত ছুটি থাকায় শুটিংয়ে আসেন নাসিরুদ্দিন শাহ্ সহ ইউনিটের অনান্য অভিনেতা ও কলাকুশলীরা। শুটিং চলাকালীন আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়। এদিন দেবতার গ্রাস নামে একটি বাংলা সিনেমার শুটিং হয় সিউড়ির আদালত চত্বরে। অভিনেতা নাসিরুদ্দিন এই বাংলা সিনেমাটিতে একজন আইনজীবির চরিত্রে অভিনয় করছেন।