|
---|
আজিজুর রহমান : গলসির বৃন্দাবনপুরে খড়ি নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হলো এক নাবালক। ঘটনায় জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। নিখোঁজ নাবালকের নাম বিজন রায়। বয়স আনুমানিক ১৭ বছর। তিনি বর্ধমান থানার চারুল গ্রামের বাসিন্দা। তবে তিনি বর্ধমানের তালিত গ্রামে এক আত্মীয়র বাড়িতে থাকতেন। স্থানীয়রা জানিয়েছেন, বন্ধুদের কালি পুজোয় নিমন্ত্রণ করতে গলসি থানার বৃন্দাবনপুর গ্রামে এসেছিলেন বিজন। দুপুর বেলায় বৃন্দাবনপুর গ্রামে কয়েকজন বন্ধুর সাথে গ্রাম লাগোয়া খড়ি নদীতে স্নান করতে যান। নদীতে নামলে আচমকা বেড়ে যায় জলের স্রোত। এর ফলেই জলে তলিয়ে যায় বিজন, এমনটিই জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। তারাও প্রাথমিকভাবে খোঁজ চালায় নদীর তীর বরাবর। পাশাপাশি নিখোঁজ নাবালকের দেহ খুঁজতে খবর দেয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরে। স্থানীয়দের অনুমান জলের স্রোতে বাড়ায় তার দেহ নিচের দিকে চলে গেছে। তবে সে জীবিত কিনা মৃত তা এখনই বলা সম্ভব নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।