|
---|
নিজস্ব সংবাদদাতা : মালবাজারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের উদ্বারকারীদের চাকরি দেবার কথা ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গত বিজয়া দশমীর দিনে হড়কা বানে নিহত হয়েছিলেন আটজন এবং আহত হয়ে ছিলেন প্রায় পঞ্চাশ জন।সেই পঞ্চাশ জনকে জীবনের ঝুকি নিয়ে বাচিয়ে নিয়ে যান সাত জন স্থানীয় বাসিন্দা। আজ সেই সাত জনের চাকরির কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানান এই সাত জন যে কাজ করেছেন তার জন্য কোন প্রশংশাই যথেষ্ট নয়। জীবনের মুল্য কোন কিছুর সাথেই হয় না।ওরা যা করেছে তার জন্য তার সমতুল্য কিছু ওদের দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী এরপরে অরুপ বিশ্বাসকে ডেকে ওদের চাকরির ব্যাপারে কথা বলেন। এরপরে মুখ্যমন্ত্রী তাদের চাকরির কথা ঘোষনা করে জানন যার যা শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী সে চাকরি পাবে।তবে সেটা স্থায়ী চাকরি হবে। ওদের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।ওদের ভবিষ্যত জীবনে অনেক অনেক সাফল্য আসুক এটাই কামনা করি আমি। মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরে গোটা এলাকার মানুষ হাততালি দিয়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর ঘোষনার পরে আনন্দে ফেটে পড়েন উদ্বারকারী 5জন যুবক এবং তার পরিবারের মানুষ।তারা জানান তারা খুশী মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে। এবং তারা জানান তারা সারাজীবন কৃতজ্ঞ থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে।