|
---|
জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনে রাজ্যে একটি আসনও পায়নি বামফ্রন্ট, নির্বাচন ফল ঘোষণার পরে দু’চারদিনের মধ্যে বাড়তে থাকে দ্বিতীয়বার কভিড অতি মাড়ির দাপট। ভেঙে না পড়ে সেই সময় কভিড আক্রান্ত বাড়ি সেনিটাইস থেকে শুরু করে করোনা রোগীকে কে হাসপাতালে ভর্তি করে দেওয়া,কোভিড হাসপাতালে খাবার পৌঁছনো সবই করেছিল রেড ভলেন্টিয়ার্সরা।
সদ্য সমাপ্ত হয়েছে জলপাইগুড়ি পৌর নির্বাচন জোরদার লড়াই দিয়েও গণনা কেন্দ্রে বিস্তর অনিয়মের অভিযোগের মাঝে শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে ১টি তে জয়যুক্ত হয়েছে বামপন্থীরা। গত পরশুদিন পৌর নির্বাচনের ফল ঘোষণার পরও হতাশাকে দূরে ঠেলে আবার পথে নেমে পড়ল রেড ভলেন্টিয়ার্স।
সামনে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের সিট পড়েছে জলপাইগুড়ি শহরের ১৩ নম্বর ওয়ার্ডের অবস্থিত যোগমায়া মাধ্যমিক বিদ্যালয়েও। স্কুল কর্তৃপক্ষের অনুরোধে সমগ্র যোগোমায়া মাধ্যমিক বিদ্যালয় স্যানিটাইজেশন করল রেড ভলান্টিয়ার্স। উপস্থিত ছিলেন মৌমিতা সেন, শম্ভু সূত্রধর, অভিজিত গুণ, সাগর ভৌমিক সহ অন্যান্যরা রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা।
রেড ভলেন্টিয়ার্স এর সদস্য যুবনেতা সাগর ভৌমিক জানান নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মানুষের পাশে রেড ভলান্টিয়ার্স ছিল আছে থাকবে। যোগমায়া বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে মাধ্যমিক পরীক্ষার আগে স্কুল স্যানিটাইজ করার আবেদন এসেছিল আমরা আমরা তাই সম্পূর্ণ স্কুল স্কুলের প্রবেশদ্বার স্যানিটাইজ করে দিলাম। রেড ভলেন্টিয়ার্স আরেক সদস্য ১৩ নাম্বার ওয়ার্ডের বিগত পৌর নির্বাচনের সিপিআইএম প্রার্থী মৌমিতা সেন বলেন বামপন্থীরা সারা বছর মানুষের পাশে থাকেন। নির্বাচনে হার জিত আছেই রেড ভলেন্টিয়ার্স এর কাজ থেমে থাকবে না।