মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরপ্রদেশে কালো কাপড় দেখানোর প্রতিবাদে কালিয়াচকের রাজপথে বিক্ষোভ মিছিল

কালিয়াচক, নতুন গতি: আজ কালিয়াচক ১নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উত্তরপ্রদেশে কালো কাপড় দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল কালিয়াচকের চৌরঙ্গীতে।  এদিন কালিয়াচক টাউন লাইব্রেরী থেকে পদযাত্রা মিছিল করে বালিয়াডাঙ্গা হতে কালিয়াচক চৌরঙ্গীতে এসে কেন্দ্র সরকারের উপর কড়া ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল এর যুব সংগঠন এর কর্মীবৃন্দরা।

    উপস্থিত ছিলেন, কালিয়াচক ১নং ব্লকের তৃণমূল যুব সভাপতি মুহাম্মদ সারিউল সেখ,  সহ সভাপতি জিয়াউল সেখ, বিধায়ক আব্দুল গণির প্রতিনিধি আব্দুল আজিজ আল আমান , তৃণমূল কৃষান খেত মজদুর এর ব্লক সভাপতি আব্দুল রফিক এছাড়াও ছিলেন তৃণমূল এর কর্মী সমর্থকরা।

    কালিয়াচক ১নং ব্লকের তৃণমূল যুব সভাপতি মুহাম্মদ সারিউল সেখ জানান  “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কালো পতাকা দেখিয়ে হেনস্তা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। যুব সমাজ একত্রিত হয়ে আন্দোলনে নেমেছি। ”

    তিনি আরো জানালেন “একটা কথা চাই যে উত্তরপ্রদেশের এখন যা অবস্থা বিজেপি দিশেহারা হয়ে পড়েছে।  ওদের মাথা কাজ করছেনা যে ওরা কি করবে।  কিছুদিন পরে তো উত্তরপ্রদেশের ফল ঘোষণা হবে,  তখন আপনারা দেখতে পাবেন যে ফল এখানে হয়েছিল,  সেই একই ফল বিজেপির উত্তরপ্রদেশেও হবে।”