|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমান জেলার মেমারির “আঁচল” স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষে মেমারী থানা, মেমারী দমকল বিভাগের আধিকারিক, মেমারি বিধানসভার বিধায়ক, মেমারি গ্রামীণ হাসপাতালের আধিকারিক ও অন্যান্য বিভিন্ন প্রশাসনিক পদাধিকারী ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে চারা গাছ তুলে দিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা দিল।
মেমারির ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা বোস কেও এই চারাগাছ প্রদান করা হবে বলে জানান তারা। সারা বছরই “আঁচল” স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে নিজেদের নিয়োজিত রাখে, সে কোভিড পরিস্থিতিই হোক কিংবা ইয়াসের মত বিধ্বংসী ঝড় এর পরিস্থিতি।
প্রদান করা চারা গাছ গুলি ঘরের ভেতরেও টবের মধ্যে লাগানো সম্ভব, তাই টবের এর মাধ্যমে গাছটি প্রদান করা হলো।