|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল:
মালদহের চাঁচল থানার চন্দ্রপাড়া জিপির গোয়ালপাড়ায় রবিবার হয়ে গেল একদিনের নৈশ কাবাডি প্রতিযোগিতা। গ্রামবাসীর উদ্যোগেই এই কাবাডির আয়োজন স্থানীয় খেলার মাঠে বলে খবর।
অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ, এস ডি পি ও সজল কান্তি বিশ্বাস ও চাঁচল ২ নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল হাই এবং স্থানীয় ক্রীড়া প্রেমীগন।
এদিন ১০ টিম কাবাডি খেলায় অংশ গ্রহন করে বলে জানান কমিটি। তিনটি দলকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হিসেবে পুরষ্কৃত করা হয়েছে।
প্রথম হওয়া জালালপুর দলকে ১২০০০ দ্বিতীয় চাঁদপুরকে ৭০০০ ও তৃতীয় খাঁনপুরকে ৩০০০টাকা নগদ পুরষ্কার তুলে দেন কমিটি।