|
---|
নতুনগতি প্রতিবেদক, মোথাবাড়ী: সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য জাতীয় শিক্ষা দিবসে সংবর্ধিত হলেন মোথাবাড়ি এলাকার দুই সাংবাদিক । উত্তর বঙ্গ সংবাদ ও কলম পত্রিকার দুই সাংবাদিক তনয় কুমার মিশ্র ও রেজাউল করিম সংবর্ধিত করলেন বাঙ্গীটোলা এলাকায় অবস্হিত রাউফিয়া ইসলামিয়া জুনিয়ার মাদ্রাসা। এদিন দুই সাংবাদিক কে মানপত্র উত্তরিয় পরিয়ে সংবর্ধিত করেন বিদ্যালয়ের কর্ণধার মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব। দুই সাংবাদিক ছাড়াও এদিন এলাকার বিভিন্ন শিক্ষা বিদ ও শিক্ষক শিক্ষিকা দের সংবর্ধনা দেওয়া হয়।
ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে জাতীয় শিক্ষা দিবস পালন করেন বাঙ্গীটোলার রাউফিয়া ইসলামিয়া জুনিয়ার মাদ্রাসা।
উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড: নজির রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর নাচ-গান আবৃত্তি, নাটক মঞ্চস্থ করে। অভিভাবকদের কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। এছাড়া ও যারা এই অনুষ্ঠানে সংবর্ধিত হন তারা হলেন, তানিয়া রাহমাত, সুদর্শন পান্ডে, সুকেশ ঝা সহ ৩০ জন শিক্ষক।
এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা তারা হলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, বিধায়িকা সাবিনা ইয়াসমিন সহ একাধিক ব্যক্তিত্ব।।