|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল ইয়ুথ কমিটির উদ্যোগ্যে আয়োজিত রবিবার নৈশ নক আউট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বিতল ডাইমন্ড। খেলার উদ্যোক্তা আবুল হোসেন আসরাফি জানান, মালদহ ও উত্তর দিনাজপুর থেকে সর্বমোট ১৬ টি টিম অংশগ্রহন করেন এদিনের টুর্নামেন্টে। ০৬ ওভারের খেলায় দর্শকদের ভীড় থেকে আসা উৎসাহতে খেলোয়াড়রা মুগ্ধতা অনুভব করে। এদিন আমন্ত্রিত হিসেবে উপস্থিত হয়েছিলেন, জেলাপরিসদের সদস্য সন্তোষ রায় চৌধুরী, রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজমুল হোসেন ও মালদা জেলা তৃনমুল কংগ্রেসের যুব সভাপতি বুলবুল খান ও বিশিষ্ট স্থানীয় ক্রীড়া প্রেমীগন। উদ্যোক্তা সাকিব জানান,স্থানীয় ক্রিকেট মাঠেই আয়োজন করা হয় এই খেলার। গ্রামের টুর্নামেন্টকে দেখতে ভীড় জমান হাজারো মানুষ।
এদিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় হরিশ্চন্দ্রপুরের বিতল ডাইমন্ড, রানার্স হয় ইটাহার টিম। ম্যান অফ দ্য সিরিজ হয় বিতল ডাইমন্ড টিমের বিশাল। ম্যান অফ দ্য ম্যাচ ইটাহার টিমের রাকিম আলী হয়।
চ্যাম্পিয়ন দলকে ২০,০০০(ট্রফি) রানার্সকে ১২০০০(ট্রফি) ম্যান অফ দ্য ম্যাচকে ট্রফি ও ম্যান অফ দ্য সিরিজকে নগদ ৫০০ টাকা নগদ অর্থ পুরষ্কার তুলে দেন রাড়িয়াল ইয়ুথ কমিটি।