উদীয়মানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে ভাদুতলার স্বেচ্ছাসেবী সংস্থা উদীয়মানের উদ্যেগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। ভাদুতলা প্রাথমিক বিদ্যালয়, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়, কুতুরিয়া জুনিয়ার হাইস্কুল সহ তৎসংলগ্ন গ্রাম গুলিতে প্রায় ২০০টি চারা গাছ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন গোদাপিয়াশাল স্কুলের পরিবেশপ্রেমী শিক্ষক মনিকাঞ্চন রায়,ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী,ভাদুতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সোমা সেনগুপ্ত কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাশু দে, পঞ্চায়েত সদস্য চঞ্চল মুখার্জি সহ সমাজের বিশিষ্ট জনেরা। রবিবারের এই কর্মসূচিকে সফল করতে অগ্রণী ভুমিকা নেন উদীয়মান সংগঠনের সভাপতি দীপ রায়, সম্পাদক রূপম মুখার্জী, সহ-সম্পাদক প্রশান্ত সিং সহ সকল সদস্যরা ।সংগঠনের সম্পাদকের কথায়,পরিবেশ রক্ষার দায়বদ্ধতা সকলের, আর সেই দায়বদ্ধতা থেকেই তাঁরা উদীয়মানের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করেছেন।। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত মনিকাঞ্চন রায় বলেন ,”কতগুলি গাছ লাগলাম সেটা হিসেব না রেখে কতগুলো গাছ কে বাঁচাতে পারলাম সেটা নজর থাকলে বৃক্ষরোপন কর্মসূচি সার্থকতা পাবে।এরকম উদীয়মান যুবক সম্প্রদায় এগিয়ে এলে সমাজ আরো সুন্দর পরিবেশ উপহার পাবে,তাই এদের এই আগ্রহকে সেলাম জানাতেই হয়।কুর্নিশ জানাতে হয় নব প্রজন্মের এই ছাত্রদলকে’।

     

    অমিতেশ চৌধুরীদের মতে, উদীয়মানের এই উদ্যেগে পরিবেশ রক্ষার সচেতনতা জনমানসে বৃদ্ধি করবে,আমার বিদ্যালয়ে এসে তারা এরমক কাজ করেছে শুধু তা নয় পাশাপাশি আরো কয়েকটি স্কুলে ও এলাকায় এই কর্মসুচি পালন করে সমাজকে এক নতুন বার্তা দিতে চাইছে এরা।তাই ওদের শিক্ষক হয়ে আমি ওদের কাজে সর্বদা সহযোগিতা করবো এই কথা দিলাম। আশাকরি আগামীদিনে এদের সাথে আরো অনেক পরিবেশ সচেতনতা মূলক ও সমাজসেবা মূলক কর্মসুচি গ্রহণ করতে পারবো”।কুতুরিয়ার জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাশু দে’ কথায়, উদীমানের এর সদস্যারা আমাদের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করলো।এরা নব প্রজন্মের পথপদর্শক সেটা বলার অপেক্ষা রাখে না। যখন একুশ শতকের এই বয়েসের ছেলেদের অনেকেই বিপথে চালিত হচ্ছে, সেখানে উদীয়মানের ছেলেদের মধ্যে সামাজের জন্যে কিছু করার ইচ্ছাশক্তি নতুন একটি দিশা দেখাচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যা চঞ্চল মুখার্জি জানান, এরা আগামীদিনে আরো ভালো কাজ করুক, আমারা
    এদের পাশে থাকব।