স্থানীয়দের চাপে ড্রোন নামাতে বাধ্য হলেন সিনেমার প্রযোজক সংস্থা

নিজস্ব সংবাদদাতা:2019সালের ডিসেম্বর মাসে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে জঙ্গলে ড্রোন উড়িয়ে শুটিং চলায় আটকে দিয়েছিলেন ডুয়ার্সের বাসিন্দারা। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার। আবারও সংরক্ষিত বনাঞ্চলে ড্রোন উড়িয়ে চলছিল টলিপাড়ার একটি সিনেমার শুটিং। স্থানীয়দের চাপে কিছুক্ষণের মধ্যেই ড্রোন নামিয়ে দিতে বাধ্য হলেন ওই সিনেমার প্রযোজক সংস্থা। রবিবার জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট বনাঞ্চলের খুট্টিমারি বিট এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে বন দফতর সেই ড্রোন বাজেয়াপ্ত করে।

    এদিন মোরাঘাট রেঞ্জের ওই বনাঞ্চলে বাইক নিয়ে একটি দৃশ্যের শুটিং করছিলেন সিনেমার নায়ক। তখনই বনাঞ্চলের মাঝে ড্রোন ওড়ানো হয়। আর এই ড্রোন ওড়াতেই স্থানীয় বাসিন্দারা ড্রোন নামানোর জন্য ওই সংস্থাকে চাপ দেন। চাপে পড়ে ভড্রোনকে নামিয়ে শুটিং বন্ধ করেন ডিরেক্টর এবং প্রডিউসার। বাসিন্দারা জানিয়েছেন ড্রোনের কারনে এলাকায় সমস্যা তৈরী হবে।যারা এসেছেন তারা চলে যাবেন, কিন্তুু থেকে যেতে হবে আমাদেরই।আর আমাদের অনুমতি না নিয়ে কিভাবে এই ড্রোন চালানো হচ্ছে?