নতুন বস্ত্র ও কম্বল তুলে দিয়ে চা-বাগান শ্রমিকদের পাশে সাহায্যের হাত বাড়াল আনন্দময়ী কালীবাড়ি

নিজস্ব সংবাদদাতা :চা বাগান শ্রমিক পরিবারের হাতে নতুন বস্ত্র ও কম্বল তুলে দিল মহাবীরস্থান আনন্দময়ী কালীবাড়ি। শীতে জবুথুবু সমগ্র উত্তরবঙ্গ। ইতিমধ্য পাহাড়ের উষ্ণতা শুন্যর নীচে অবস্থান করছে। তার জেরে শীতে কাবু শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকা।
অন্যদিকে, ডুয়ার্সের বেশ কিছু বাগান বন্ধ। কাজ হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন কর্মরত শ্রমিকেরা। ধুকে ধুকে চলছে তরাইয়ের চা বাগানগুলিও। সেইদিক বিবেচনা করে চা-বাগান শ্রমিকদের পাশে সাহায্যের হাত বাড়াল আনন্দময়ী কালীবাড়ি। রবিবার কালীবাড়ির পক্ষ থেকে নকশালবাড়ি হাতিঘিসা চা বাগানের শ্রমিকদের হাতে ৪০০ শাড়ি ও ৪০০ কম্বল তুলে দেওয়া হয়। এদিন আগত অতিথিদের নিজেদের রীতি অনুযায়ী আপ্যায়ন করেন চা বাগানের শ্রমিকেরা।