|
---|
নিজস্ব সংবাদদাতা: পরিবারিক বিবাদকে ঘিরে প্রকাশ্য-রাস্তায় দিদি এবং জামাইকে মারধর করার অভিযোগ উঠলো শ্যালক ও তার দলবলের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ইংরেজবাজার ব্লক অফিস সংলগ্ন এলাকায়। আক্রান্ত ওই দম্পতিকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম তারুন বিবি (২৬) , তার স্বামী সাইদুল ইসলাম (৩৫) । অভিযুক্তের নাম সাদ্দাম শেখ । তাদের বাড়ি ইংরেজবাজার থানার মিলকি গ্রাম পঞ্চায়েতের খাবিরুদ্দিনপাড়া এলাকায়। এদিন তারুন বিবি এবং তার স্বামী ইংরেজবাজার ব্লক অফিসে একটি কাজে এসেছিলেন । সেখানেই অভিযুক্ত শ্যালক সাদ্দাম শেখের সঙ্গে বিবাদ বাঁধে। এরপরই প্রকাশ্য রাস্তায় দিদি ও জামাইবাবুকে ব্যাপক মারধর করে অভিযুক্ত সাদ্দাম সেখ তার দলবল। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।