|
---|
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকার তথা বিজেপির রাজনৈতিক স্বার্থে বারংবার CBI-ED-কে ব্যবহারের বিরুদ্ধে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিন চাঁদ নগর পেট্রোল পাম্প থেকে কপাট হাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দিয়ে হেটে প্রতিবাদ মিছিল করে। তার পরই ঐ স্থানে কপাট হাটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,ডা: হা: ও যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি অভিক মজুমদার, ডা:হা:১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী, ডা:হা: সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের মহিলা নেত্রী মনমোহিনি বিশ্বাস ,বিশিষ্ঠ শিক্ষক নেতা শসাংখ রায় চৌধুরী।
বিশিষ্ঠ সমাজসেবী ডা: ইয়ার নবী গায়েন সহব্লকেরসকলপ্রধান,উপপ্রধান,সদস্য,সদস্যা থেকে শুরু করে সকল দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্ব বৃন্দরা।
এদিন ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি গৌতম অধিকারী জানান CBI, ED এর ভয় দেখিয়ে তৃণমূল নেতাকর্মীদের কে রোখা যায়নি,যাবেনা। কেন্দ্র সরকার দ্বিচারিতা করছে, ইডি ও সিবিআই এর মত তদন্তকারী এজেন্সিকে দিয়ে তৃণমূলকে বদনাম এবং হয়রানি করার চেষ্টা করছে। অথচ যারা দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিজেপি এর এই নোংরা চক্রান্ত কে ধিক্কার জানায়।