পৌরসভা নির্বাচনে ডা:হা: ১০ নম্বর ওয়ার্ডে মীরা হালদারের হয়ে নিজ হাতে দেওয়াল লিখনএর মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌমেন তরফদার

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: রাজ্যে পৌর নিগম নির্বাচনী নির্ঘণ্ট বেজে যাওয়ার পরেই নিজেদের দলের জন্য প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। আগামী ২৭ই ফেব্রুয়ারি হবে ডায়মন্ড হারবার সহ দক্ষিন ২৪ পরগনা জেলার সকল পৌরসভার নির্বাচন I

     গত ৪ ই ফেব্রুয়ারি শুক্রবার ডায়মন্ড হারবার পৌরসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষনা করেছে। আর তার পরই প্রথম ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী মীরা হালদারের সঙ্গে নিয়ে নিজ হাতে দেওয়াল লিখন এর মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন টাউন তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি সৌমেন তরফদার I

    এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমেন তরফদার তিনি পৌরসভার প্রতিটি মানুষকে শুভেচ্ছা বার্তা জানান ৷ এরপরেই বলেন, পৌরসভায় সারা বছর ধরেই মানুষের পাশে থেকে তিনি সামাজিক উন্নয়ণ মূলক ও পুরনিগমের পরিষেবা ভিত্তিক কাজ গুলি করে থাকেন ৷

    শুধু তাই নয় তৃণমূলের জমানায় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার শহরে মেডিক্যাল কলেজ হাসপাতাল, মহিলা থানা,উন্নতমানের স্টিডিয়াম, পৌরসভার রাস্তা,বিদ্যুৎ, থেকে শুরু করে বহু কিছু পেয়েছে এই শহর বাশি ৷

    যা এক কথায় বলে শেষ করা সম্ভব নয় ৷ সাধারণ মানুষও তৃণমূলের সাথেই আছে ৷

    তাই আসন্ন পুর নির্বাচনে শুধু তিনি নন, আশাবাদী ১৬ টি ওয়ার্ডের সমস্ত তৃণমূল প্রার্থীরাই জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার দেবেন ৷