প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে শূন্যপদ পূরণের নির্দেশ থেকে ব্যাংকের উপর খোব উগ্রলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ এবং পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যত শূন্যপদ আছে, তা দ্রুত পূরণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    রাজ্য পুলিশের ডিজিকে মাঝপথেই মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, পুলিশে যে শূন্যপদ আছে, সেগুলি পূরণ হচ্ছে কিনা? প্রত্যুত্তরে ডিজি জানান, অনেক শূন্যপদ আছে। সেই শূন্যপদ পূরণের চেষ্টা করা হচ্ছে। তারপরই রাজ্য পুলিশের ডিজিকে মমতা নির্দেশ দেন, ‘ওগুলো চটপট পূরণ করতে বল। যাঁরা বসে আছেন, তাঁরা করতেই চান না।’

    তিনি আরো বলেছেন পিএসসিকেও বলে দিত বল। আমরা যে নিয়োগ করতে বলেছি, সেগুলো তাড়াতাড়ি করুক। হেলথ রিক্রুটমেন্টে বোর্ড (শূন্যপদ) থাকলে (পূরণ) করতে বল। আমার তো ডাক্তার, নার্স, অফিসার চাই। (শূন্যপদ) ফেলে রাখা যাবে না।’ পরে পিএসসির উপর ক্ষোভপ্রকাশ করে মমতা বলেন, ‘আমি কর্মসংস্থানের অনুমতি দিয়েছি, ওঁরা বসে আছেন।’

    এ ছাড়াও তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ক্ষোভ উগড়ে দেন ব্যাংকগুলোর উপর। তিনি বলেন ‘‌ব্যাঙ্কগুলির না এগিয়ে আসার পিছনে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে কি না দেখতে হবে। কোনও ব্যাঙ্ক দয়া করছে না। সেটা তাদের স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে।’

    তিনি আরো জানান ‘‌স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এখনও পর্যন্ত ১ লক্ষ ১৪ হাজার ছাত্রছাত্রী আবেদন করেছে। ১৪ হাজার আবেদন মঞ্জুর হয়েছে। এখানে সবথেকে বড় বাধা হচ্ছে ব্যাঙ্কগুলি। ব্যাঙ্কগুলি অসহযোগিতা করছে। কিন্তু আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলব বারবার বলা হচ্ছে সমবায় ব্যাঙ্কগুলি থেকে সহযোগিতা নিতে। কেন হচ্ছে না? আগামী ১৫ দিনের মধ্যে আমি দেখতে চাই এটা মিটেছে।’‌