|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলার ডঃ বি আর আম্বেদকর এর ১৩১ তম জন্মজয়ন্তী উদযাপন করলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ও আম্বেদকর উদযাপন কমিটি। এদিন জয়ন্তী উপলক্ষে সাগরদিঘী এস. এন. হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বেদকর অনুগামী শ’দুয়েক দলিত আদিবাসী ও সংখ্যালঘু মানুষ। অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক গন আম্বেদকরের জীবন আদর্শ ও দেশের বর্তমান পরিস্থিতির উপর বিশ্লেষাত্মক আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন এসডিপিআই এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, দলের উত্তর মুর্শিদাবাদ জেলার সভাপতি মো: জাইসুদ্দিন, সহ সভাপতি তথা আম্বেদকর উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী অশোক কুমার দাস, সাগরদিঘী বিধানসভা কমিটির সভাপতি সহ সভাপতি ভরত টুডু, আদিবাসী আন্দোলনের নেতা সাগর হাঁসদা, আব্দুত তাওয়াব প্রমূখ। এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম বলেন আম্বেদকর একজন সংগ্রামী ব্যক্তি তিনি শুধু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেননি, তিনি লড়াই করেছিলেন জাতিকে অস্পর্শতা কার্বাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তাই তাঁর রচিত সংবিধানে এসবের বিরুদ্ধে বিন্যাস রয়েছে। দলিত আদিবাসী-তপশিলী সংখ্যালঘুদের নিজস্ব অধিকার রয়েছে, বর্তমানে কেন্দ্র সরকার এই অধিকার ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। আমাদের অধিকার আদায়ে একজোট হয়ে সাংবিধানিক উপায়ে লড়াই করতে হবে। অশোক দাস বলেন দলিত মুক্ত আন্দোলনে বাবা সাহেব ভীনরাও আম্বেদকর তার জীবন ব্যয় করেছে। দেশের সংবিধান রচনা করেছেন, তার পরেও দেশে তিনি যথাযোগ্য সম্মান পাচ্ছেন না। আমরা চাই প্রত্যেক অফিস-আদালতে তার ছবি প্রতিকৃতি স-সম্মান সেভিত হয়। সাগর হাঁসদা দলিত আদিবাসী দের সংরক্ষণের কোটা অবিলম্বে পূরণ করার দাবি জানান। দলিত আদিবাসী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার ও আদায়ের আন্দোলনে এসডিপিআই সর্বদা পাশে থাকবে বলে জানান মোঃ জাইসুদ্দিন ও বদরুল শেখ।