চাপে বিজেপি! ৫ কেন্দ্রের উপনির্বাচনে শূন্য গেরুয়া শিবির

নতুন গতি নিউজ ডেস্ক: ৪ বিধানসভা এবং ১টি লোকসভা, দেশের মোট ৫ কেন্দ্রের উপনির্বাচনে শূন্য গেরুয়া শিবির।

    বাংলার দুই কেন্দ্র আসানসোল ও বালিগঞ্জে তৃণমূল ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি বিজেপি। এমনকি শক্তঘাঁটি আসানসোলেও পরাজিত গেরুয়া শিবির।

    আরও তিন রাজ্যের – মহারাষ্ট্র, ছত্তিশগড় ও বিহার – উপনির্বাচনে ভাল ব্যবধানে হারতে চলেছে বিজেপি। মহারাষ্ট্রের কোলাপুর উত্তর ও ছত্তিশগড়ের খাইরগড় আসনটি যেতে চলেছে কংগ্রেসের দখলে এবং বিহারের একটি আসনের উপনির্বাচনে শাসক বিজেপিকে হারিয়ে দিয়েছে তেজস্বী যাদবের আরজেডি।