|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওয়ার্ড অফিসের উদ্বোধন হল আজকে শিলিগুড়ির 15নং ওয়ার্ডে রাজা রামমোহন রায় রোডে।আজ সকালে শিলিগুড়ির 15নং ওয়ার্ডে অগনিত সমর্থককে পাশে নিয়ে নিজের ওয়ার্ড অফিসের উদ্বোধন করলেন রঞ্জন সরকার যিনি বর্তমানে শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র। আজ সকালে তার ওয়ার্ড অফিসের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।
রঞ্জন সরকার জানালেন বহুদিন ধরেই চেষ্টা করছিলাম আজ অফিসের উদ্বোধন হয়ে যাওয়াতে অনেকটাই শান্তি পাব।অনেক সময় আসতে দেরী হয়ে যায়।মানুষ এসে অন্তত এক জায়গাতে বসে অপেক্ষা করতে পারবেন আমার জন্য।এই অফিসটি বেশ বড় হওয়ায় অনেকে একসাথে বসে অপেক্ষা করতে পারবেন।এদিন এই অফিসের উদ্বোধনে আসেন সারা শিলিগুড়ির প্রচুর তৃণমূল সমর্থকেরা।প্রত্যেককে খাওয়ানোর ব্যাবস্থা করেন ডেপুটি মেয়র নিজেই।জানালেন কাল থেকে পুরোদমে ওয়ার্ড অফিস থেকে কাজ করা হবে।আমার নিজের অফিসে মানুষের পরিসেবার জন্য সব ধরনের ব্যাবস্থাই থাকবে বলে জানান,রঞ্জন সরকার।