মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুর মহিলা তৃণমূল কংগ্রেস, সামিল কয়েক হাজার মহিলা

নজরুল মণ্ডল, বাঁকুড়া: আজ ৩০শে মার্চ জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের দিনদিন পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত নয়, এই মিছিলের নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা সম্পাদিকা সুষমা রায় এছাড়া উপস্থিত ছিলেন জয়পুর ব্লক মহিলা সমিতির সভানেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জি ,মিছিল শুরু হয় জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে অসংখ্য মহিলা জয়পুর বাজার পরিক্রমা করে জয়পুর কৃষক বাজার এসে মিছিল শেষ করে।

    এরপর অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন কেন্দ্রে বিজেপি সরকার দিনদিন পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঘটিয়ে চলেছে এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের , গত এক মাসে প্রায় ১০ টাকারও বেশি পেট্রোলের দাম বেড়েছে কেন্দ্র সরকার ভোট আসলে পেট্রোপণ্যের কোন মূল্য বৃদ্ধি ঘটায় না ভোট শেষ হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে থাকে তাতে আমজনতার রান্নাঘরে টান পড়ে একজন সাধারন মানুষের দৈনন্দিন খরচের টাকা যোগাতে গিয়ে চোখে সর্ষেফুল দেখছ , পথসভা শেষে বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সুষমা রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রের বিজেপি সরকার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি শাসিত রাজ্য গুলিতে মহিলাদের নিরাপত্তা নেই সেখানে গণধর্ষণ থেকে আরম্ভ করে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে , রাজ্যের মমতাময়ী মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগীতা করে থাকে যা ভারতবর্ষের কোন রাজ্যে নেই, মহিলাদের নিরাপত্তা খুবই ভালো একজন মহিলা নিশ্চিন্তে রাত-বিরাতে ঘুরে বেড়াতে পারেন।

    জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জি জানান জয়পুর ব্লক বা রাজ্যের কোথাও মহিলাদের উপর অত্যাচারের কোন ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি ,বিভিন্ন প্রকল্পে মহিলাদের অধিকার দেওয়া হয়েছে মহিলাদের মাধ্যমে পরিচালনা হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এমনকি বিভিন্ন সামাজিক প্রকল্প মহিলাদের নিয়োগ করা হয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে মহিলাদের স্বনির্ভর করে তোলা হয়েছে যা আগে কোন সরকার এই পদক্ষেপ গ্রহণ করেনি আর মূল্যবৃদ্ধির কথা বলতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছে দেশটাকে লুটেপুটে খাওয়ার সহজ পন্থা বেছে নিয়েছে ,আজকের মিছিল পা মিলিয়েছিলেন ব্লক যুব সভাপতি কৌশিক বটব্যাল , জাকির আলী খান, উত্তম চ্যাটার্জি, জয়পুর তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী মাম্পি এছাড়াও ছিলেন প্রতিটি অঞ্চলের মহিলা সভানেত্রীরা।

    কয়েক হাজার মহিলার মিছিল করে সাংগঠনিক জেলা সভানেত্রী দাবি করেন ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা ভোট দিয়ে জয়ী করবেন , এই মিছিল প্রসঙ্গে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি সমিরন ব্যানার্জি বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে কেন্দ্র সরকারের যতটা দায় চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকার কি মূল্য বৃদ্ধির জন্য দায়ী নয় তারাও তো ট্যাক্স নিয়ে থাকে বর্তমানে তৃণমূল দলটা লুটে খাওয়ার দলে পরিণত হয়েছে এরা কাটমানি ছাড়া সাধারণ মানুষকে কোন কিছু দেন না মিছিল সম্পর্কে সিপিআইএম পক্ষ থেকে দাবি করে লোক দেখানো আন্দোলন করে কোন লাভ নেই বিজেপি ও তৃণমূল দলগুলি শুধু নামেই আলাদা ভিতরে সব সেটিং আছে রাজ্যে বিভিন্ন ঘটনাবলি ঘটেই চলেছে রাজ্য পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আছে আর কেন্দ্রে তোতা পাখি হয়ে বসে রয়েছে সিবিআই তারা শুধু তদন্তই করে চলেছে বাস্তবায়ন নেই , রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ রামপুরহাটে মহিলাদের জ্বালিয়ে দিয়েছে এই সরকারেরই কয়েকজন।