|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আরও ছ’মাস মেয়াদ বাড়ানো হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার।
এই প্রকল্পে ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পান বলে দাবি কেন্দ্রের। কিন্তু এই প্রকল্প নিয়ে অভিযোগ বিস্তর। মাঝেমাঝেই রাজ্য সরকারগুলিকে না জানিয়ে এই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। এরাজ্যকেও বহুবার এই প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়েছে। যার ফলে রাজ্য সরকারকে নিজেদের গাঁটের কড়ি খরচ করে সাধারণ মানুষকে রেশন দিতে হয়েছে।