|
---|
নিজস্ব প্রতিবেদক:-শান্তি ফিরল না বীরভূমের বোলপুর থানার অন্তর্গত অশান্তি পল্লীতে। একই পরিবারের সদস্যের বাড়িতে মাত্র সাত মাসের ব্যবধানে অঘটন। বারংবার একই পরিবারের সদস্যদের বাড়িতে এমন অঘটনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বীরভূমের বোলপুর থানার অন্তর্গত কালিকাপুরের অশান্তি পল্লীর বাসিন্দা সন্তোষ বাগদী, দুদিন আগে তার স্ত্রী শ্রাবণী বাগদিকে নিয়ে শ্বশুরবাড়ি গন্নাসেরান্দি বেড়াতে যান। কিন্তু বাড়ি ফিরে এসে দেখেন তাদের বাড়ির দরজা, আলমারি সব ভাঙ্গা। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে, চোরের দল বাড়ি প্রবেশ করে লুটপাট চালিয়েছে। টাকা পয়সা গয়না সর্বস্ব খোয়া যাওয়ায় স্তম্ভিত হয়ে পড়েন সন্তোষ বাগদী এবং তার স্ত্রী শ্রাবণী। পাশাপাশি এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ওই পরিবার।অশান্তি পল্লীর ওই পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, এই চুরির ঘটনায় বাড়ি থেকে তাদের ব্যবসার নগদ ৭০ হাজার টাকা এবং চার ভরি সোনার গয়না খোয়া গিয়েছে। আশ্চর্যজনকভাবে চুরির এই ঘটনায় চোরের দল সোনা বাদে অন্যান্য রুপোর গয়না এবং খুচরো টাকাতে হাত দেয়নি। সেগুলি তারা সরিয়ে রেখে দিয়ে চম্পট দেয়। তবে এই প্রথম নয়, ওই পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, ঠিক সাত মাস আগে একইভাবে তার দাদার বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।তারা জানিয়েছেন, সেবারের সেই চুরির ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে তুলে নিয়ে গেলেও চুরি যাওয়া কোন রকম জিনিসপত্র উদ্ধার হয়নি। আর সেই চুরির রেশ কাটতে না কাটতেই নতুন করে একই পরিবারের সদস্যের বাড়িতে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাদের। তাদের প্রশ্ন, এলাকায় আরও অনেক বাড়ি রয়েছে, কিন্তু সেগুলিতে এমন কোন ঘটনা ঘটে না। অথচ তাদের বাড়িতেই কেন বারংবার এই রকম ঘটনা ঘটছে। পুলিশের কাছে তারা আবেদন করেছেন যেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় এবং চুরি যাওয়া জিনিস পত্র ফিরে পাওয়া যায়।